সিলেটে নিশা হত্যাকাণ্ডের ২৯ ঘণ্টার মধ্যে মূল আসামিসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার, ০৫ মে ২০২৪ ০৯:০৫

সিলেটে নিশা হত্যাকাণ্ডের ২৯ ঘণ্টার মধ্যে মূল আসামিসহ  ৪ জন গ্রেপ্তার

সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় মোহাম্মদ আলী নিশা (১৭) হত্যাকাণ্ডের ২৯ ঘণ্টার মধ্যে পুলিশ মূল আসামিসহ ৪ জনকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

গত ৩ মে বিকেল পৌণে ৬টার দিকে মহানগরীর চালিবন্দর-মেন্দিবাগ সড়কে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ আলী নিশাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় মোহাম্মদ আলী নিশার মা সফিনা খাতুন বাদি হয়ে ফরহাদ মিয়া সহ আরও ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে সিলেট কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

পরবর্তী সময়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের দিকনির্দেশনায়, উপ-পুলিশ কমিশনারে (উত্তর) তত্ত্বাবধানে ও কোতয়ালি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে টিম কোতয়ালি অভিযান চালিয়ে মূল আসামি ফরহাদ মিয়া (২০), নূরনবী নুনু (১৯), সাকিব আহমদ (১৯) ও রাহিম আহমদকে (১৯) ৪ মে রাত অনুমান সোয়া ১১টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দত্তগ্রাম এলাকা হতে গ্রেফতার করে।

পরে ফরহাদ মিয়ার দেওয়া তথ্য মতে, রবিবার, ৫ মে দুপুর দেড়টার দিকে চালিবন্দর এলাকায় ময়লা ফেলার স্থান হতে ছুরিটি উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ