সিলেটে তুষার হত্যা মামলার প্রধান আসামি পারভেজ গ্রেফতার

প্রকাশিত:রবিবার, ২০ এপ্রি ২০২৫ ০৯:০৪

সিলেটে তুষার হত্যা মামলার প্রধান আসামি পারভেজ গ্রেফতার

Manual5 Ad Code

সুরমাভিউ:-  ছাত্রলীগের কর্মী তুষার আহমদ চৌধুরী (১৯) হত্যা মামলার প্রধান আসামি পারভেজ আহমদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার ককরেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরের জিন্দাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

গ্রেপ্তার পারভেজ নগরের বাগবাড়ী এলাকার তাজুদ মিয়ার ছেলে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৫ এপ্রিল রাতে শাহী ঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পারভেজ, জাবেদ, রানাসহ অজ্ঞাত আরো ৬-৭ জন তুষার আহমদ চৌধুরীকে ছুরিকাঘাত করে। পরে লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

নগরের রায়নগর এলাকার অধিবাসী অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে তুষার আহমদ চৌধুরী (২১) এমসি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

Manual4 Ad Code

গত ১৫ এপ্রিল রাতে শাহী ঈদগাহ দলদলি চা বাগান এলাকায় শত্রুতার জেরে পারভেজ, জাবেদ, রানাসহ অজ্ঞাতনামা আরো ৬-৭ জন তার ওপর হামলা করে। তারা লাঠিসোটা ছুরি দিয়ে আঘাত করে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

এ ঘটনায় তুষারের পিতা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬-৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেপ্তার পারভেজকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এর আগে নগরের বড়বাজার থেকে জাবেদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code