মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত:সোমবার, ১৪ এপ্রি ২০২৫ ০৮:০৪

মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়। কর্মসূচিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা অংশগ্রহণ করে।
সকালে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে নববর্ষকে স্বাগত জানানো হয়। কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
‘আনন্দ শুভাযাত্রা’ র‌্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক  মো: ইসরাইল হোসেন,পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ,বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে স্টল পরিদর্শন করেন অতিথিরা।
স্কুল মাঠে নির্মিত মঞ্চে শিল্পকলা একাডেমী, জাসাস, মৌসাস এর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে।

এ সংক্রান্ত আরও সংবাদ