মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে মনির চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত
প্রকাশিত:শনিবার, ০৫ এপ্রি ২০২৫ ০৮:০৪
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মনির মিয়া চৌধুরী মেধাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৫ এপ্রিল দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী।
আমন্ত্রিত অতিথি ছিলেন, মনির চৌধুরীর ছেলে ইংল্যান্ড প্রবাসী মামুনুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি এডভোকেট মোঃ সাইফুর রহমান, এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, কমিটির সদস্য আলী আহমেদ, আংগুর চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শুভ্রত চন্দ্র বিশ্বাস, দূর্জয় গোপ, শিবু দাস।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রতি ক্লাসের রোল নাম্বার ১ থেকে ৫ পর্যন্ত ৩০জন ছাত্র-ছাত্রীর মধ্যে নগদ অর্থ বৃত্তি প্রদান করা হয়।