১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ ফেব্রু ২০২৫ ০৯:০২
সুরমাভিউ:- বানিয়ান ব্রিটিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট নগরীর শাহী ঈদগাহ ঝরণারপারস্থ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জাকিরা ফাতেমা লিমি চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়ান ব্রিটিশ স্কুলের ডিরেক্টর শিহাব উদ্দিন, এম.এ.এস. রুহেল, জহিরুল ইসলাম, অভিভাবক মো. সাবের চৌধুরী।
তাসলিমা থানম বিথী’র সঞ্চালনায় অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান আরহাম, রুপা বেগম, শারমিন জাহান সন্ধি, নিশাত তামান্না আক্তার, সাদিয়া চৌধুরী, মাহবুবা সুলতানা মারওয়া, হাবিবুর রহমান মুন্না, মাহী বেগম, সানজিদা হক আনজুম, মাহবুবা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকা ও অভিভাবকদের মধ্যে হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রিন্সিপালসহ অতিথি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতিও খেলায় রাখা দরকার। তারা আরো বলেন, বানিয়ান ব্রিটিশ স্কুল মনোরম পরিবেশে দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করে। এ প্রতিষ্ঠান তাদের সুনাম ধরে রেখে কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। -বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766