১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ ফেব্রু ২০২৫ ০৮:০২
সুরমাভিউ:- কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর আয়োজন করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ সব ধরনের শিক্ষার্থীদের জরুরীয়াতে দ্বীনসহ বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা দিতে প্রতিবছরের ন্যায় এবারও এই কোর্স অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ জামিয়া ইসলামিয়া দারুল কুরআনসহ অন্যান্য কেন্দ্রে পয়লা রমজান থেকে প্রশিক্ষণ কোর্স শুরু হয়ে চলবে ২৭ শে রমজান পর্যন্ত।
বোর্ডের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী এবং চট্রগ্রামের ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছসহ অভিজ্ঞ আলেমরা প্রশিক্ষণ প্রদান করবেন।
মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ভর্তি কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলমান থাকবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ বোর্ডের সদর দপ্তরে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে উপকৃত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক ও জামিয়া ইসলামিয়া দারুল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী।-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766