স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নির্ধারিত বিষয়ে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ১২ ফেব্রু ২০২৫ ০৯:০২

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নির্ধারিত বিষয়ে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুরমাভিউ:-  স্কলার্সহোম মেজরটিলা কলেজে আজ বাংলা নির্ধারিত বিষয়ে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র তিনটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিযোগিতার সেরা আবৃত্তিকার ও শ্রেষ্ঠ বক্তার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর নামও ঘোষণা করা হয়।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মীর হোসাইন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়ানোর লক্ষ্যে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ