সুরমা নদীর ডাইকে গার্ড ওয়াল নির্মাণের দাবিতে স্বারকলিপি

প্রকাশিত:বুধবার, ১২ ফেব্রু ২০২৫ ০৬:০২

সুরমা নদীর ডাইকে গার্ড ওয়াল নির্মাণের দাবিতে স্বারকলিপি

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের খালপাড় এলাকার সুরমা নদীর ডাইকে গার্ড ওয়াল নির্মাণসহ জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে সিলেটে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে দক্ষিণ সুরমার খালপাড় এলাকাবাসীর পক্ষে থেকে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, আলী আহমদ কামাল, রুস্তম অলী, মো. রুমেল আহমেদ, ডা. মো. তারিফ মিয়া, লিয়াকত আলী, আব্দুল খালিক খলকু মিয়া, ফখরুল ইসলাম রুমেল, ইমদাদুল হক রাজু, দুলাল আহমদ, মো. এনাম রহমান।

স্মারকলিপিতে এলাকাবাসী বলেন, দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নস্থ খালপার গ্রামে যে সুরমা ডাইক রয়েছে বর্ষাকালে সুরমা নদীতে পানি প্রবাহ অতিরিক্ত বৃদ্ধির কারণে সুরমা ডাইক প্লাবিত হওয়ায় অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থা বিদ্যমান থাকে। খালপার এলাকায় সুরমা ডাইকের প্রায় ১৫০০ফুট জায়গা তুলনামূলক ৩ফুট নিচু থাকায় খালপার, মোল্লারগাঁও, হাজরাই তথা ১নং মোল্লারগাঁও ইউনিয়ন ও বরইকান্দি এলাকা প্লাবিত হয়ে বন্যা দূর্গত এলাকায় পরিণত হয়। এই দূর্যোগপূর্ণ পরিস্থিতির সময় এলাকাবাসী বালুর বস্তা দিয়ে সুরমা ডাইকের উপরে পাঁচ ঘুরে বস্থা বসায়ে পানির গতিরোধ করার চেষ্টা করেন। অনেক সময় সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবর্ষিত হয়। অত্র এলাকাকে রক্ষার স্বার্থে সরকারী বরাদ্দে সুরমা ডাইকে ৩ফুট উঁচু করে প্রটেকশন গার্ড ওয়াল নির্মাণ বর্তমান সময়ের দাবি। জনস্বার্থে সুরমা ডাইকে গার্ড ওয়ালের জন্য প্রয়োজনীয় বরাদ্দ মঞ্জুর করে মোল্লারগাও ইউনিয়ন ও বরইকান্দি এলাকাকে নিরাপদ রক্ষার্থে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের খালপাড় গ্রাম ঘেষা সুরমা নদীর ডাইক বর্ষাকালে ভারিবৃষ্টির কারণে নদীতে পানি প্রবাহিত হওয়ার কারণে এলাকার মানুষ ঝুকিপূর্ণ অবস্থায় বসবাস করেন। ডাইকের প্রায় ১৫০০ফুট জায়গায় তুলনামূলক ৩ফুট নিচু থাকার কারণে বর্ষাকালে খালপাড় এলাকা প্লাবিত হয়। এতে চরম দূর্ভোগ পোহাতে হয় এলাবাসীর।

এ সংক্রান্ত আরও সংবাদ