দিরাইয়ে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন

প্রকাশিত:বুধবার, ১২ ফেব্রু ২০২৫ ০২:০২

দিরাইয়ে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন

আহমেদ হেলাল : দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটনের সহযোগীতায় স্বজন সমাবেশের সভাপতি দিরাই সরকারি কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভুমি ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর, পাউবো মাঠ প্রকৌশলী এটি এম মোনায়েম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, মাতার গাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান জহুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাবেক কাউন্সিলর জয়নুল হক, সাংবাদিক শাহজাহান মাহমুদ হেলাল, সাংবাদিক আবু হানিফ চৌধুরী , উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন চৌধুরী ডিএসএস এর পরিচালক শাহজাহান সিরাজ, যুব জমিয়তের মাওলানা ওবায়দুল হক, চৌধুরী, সিলেটের ডাক প্রতিনিধি উবায়দুল হক, সাংবাদিক রায়হান মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক তোফায়েল আহমেদ চৌধুরী, জীবন সুত্রধর, হেলাল আহমেদ, বদরুল ইসলাম বদরুল,ইয়াহিয়া লিটন,আইমান, রাজিব দাসসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ রাজি এবং গীতা পাঠ করেন সাংবাদিক প্রশান্ত সাগর দাস। আলোচনা শেষে ।

যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক চৌধুরী। রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটেন অথিতিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ