গনতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই – হুমায়ূন কবির শাহীন

প্রকাশিত:বুধবার, ১২ ফেব্রু ২০২৫ ০৯:০২

গনতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই – হুমায়ূন কবির শাহীন

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের কারনে বিগত ১৬ বছর জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূন্থানে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তিনি বলেন, দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া ফ্যাসিবাদী দোসরদের দমন করা সম্ভব নয়। তাই গণতান্তিক ব্যবস্থায় ফিরে যেতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই।

তিনি গতর সোমবার রাতে নগরীর শেখঘাটে জাতীয়তাবাদী কৃষকদল ১২ নং ওয়ার্ডের ভাংগাটিকর আঞ্চলিক কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমদের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক ও ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিম আহমদ, মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শামসুল ইসলাম, সৈয়দ নোমান রশিদ, কাজী দেলোয়ার আহমদ, জাকির হোসেন জকন, সুফিয়ান আহমদ পাপ্পু, ফরহাদ আহমদ, রিয়াজ উদ্দিন, আরাফাত হোসেন নাহিদ, ইসমাইল মজুমদার সজিব, বাচ্চু মিয়া, এখলাছ মিয়া, লেবু মিয়া, স্মৃতি আবাসিক এলাকা কৃষকদলের আঞ্চলিক কমিটির সভাপতি আসাদ মিয়া, সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, মিন্টু মিয়া, রাসেদ আহমদ প্রমূখ।

সম্মেলনে রাসেদ আহমদকে সভাপতি, মুক্তার আহমদকে সাধারণ সম্পাদক ও এবি দিপুকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কৃষকদল ১২ নং ওয়ার্ডের ভাংগাটিকর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ূন কবির শাহীনসহ অতিথিবৃন্দকে ক্রেস্ট  দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ