১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১১ ফেব্রু ২০২৫ ০৯:০২
সুরমাভিউ:- সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালাকোনা গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন মো. আব্দুল সামাদ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাপগঞ্জ উপজেলার সোনাপুর কালাকোনা এলাকা থেকে সে নিখোঁজ হয়। এব্যাপারে গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যার নং- ৪০৭, তারিখ: ০৯/০২/২০২৫ইং।
জিডি সূত্রে জানা যায়, আব্দুল সামাদ কালাকোনা গ্রামের সাইস্তা মিয়া ও আয়াতুন্নেছার ছেলে। আব্দুল সামাদ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার বয়স আনুমানিক ১৮ বছর।
তাঁর পরিবার ও আত্মীয়স্বজন গভীর উদ্বেগের মধ্যে আছেন। যদি কেউ নিখোঁজ ব্যক্তির সন্ধান পান বা কোনো তথ্য দিতে পারেন, তাহলে ০১৭১৯ ৩৫১৪৩৪ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য করার অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766