১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১১ ফেব্রু ২০২৫ ০৭:০২
১০ ফেব্রুয়ারী সোমবার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি রেজাউল করিম নাচন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ -এর নির্দেশক্রমে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটিতে মোঃ ফাহিম শাকিল অপুকে আহ্বায়ক এবং এম.এ. হাছনাত তপাদার জামিলকে সদস্য সচিব মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, সিলেট জেলা শাখা। সোমবার সন্ধ্যায় সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ -এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।’
এ সময় উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জমজম বাদশা, সহ-সভাপতি মোহাম্মদ মাসুম আহমদ, রাসেল আহমদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক রুহেল, অর্থ সম্পাদক আফসার শহীদ চৌধুরী সায়েম, সদস্য জিয়াউল হক জিয়া প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদল নেতা নিক্সন আহমদ প্রমুখ।
এ সময় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
Helpline - +88 01719305766