মৌলভীবাজারে আস্থা যুব উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ০৮ ফেব্রু ২০২৫ ০৯:০২

মৌলভীবাজারে আস্থা যুব উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:-  এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ‘গণতন্ত্র ও সুশাসন চর্চায় তারুণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হল আস্থা যুব উৎসব ২০২৫।
শনিবার (৮ ফেব্রুয়ারি) আস্থা যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম, মৌলভীবাজারের আয়োজনে দিনব্যাপি সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উৎসব উদ্বোধন করেন, মোঃ ইসরাইল হোসেন, জেলা প্রশাসক মৌলভীবাজার, উৎসবে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা নাগরিক প্লাট ফর্ম এর আহবায়ক নজরুল ইসলাম মুহিব।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যুব ফোরামের সদস্য দীপ হাসান তারেক, ক্লাস্টার কোঅডিনেটর,রূপান্তর উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জসিম উদ্দিন মাসুদ।
উৎসবের মূল লক্ষ্য গণতন্ত্র ও সহনশীলতার প্রচারণা গড়ে তোলা এবং তরুণদের সচেতন করা।
সকল বৈষম্যের হোক অবসান, গড়বো শান্তি সম্প্রীতির ঐকতান এই স্লোগনে দিনব্যাপী মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ৩০০ অধিক যুব ও নাগরিক বৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই উৎসবে ছিল
আলোচনা সভা, স্টল প্রদর্শনী, চিত্রাংকণ, আলোকচিত্র প্রদর্শণী, যুবদের উপস্থাপনা, আদিবাসদের নৃত্য,লোক নৃত্য, পটগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে শপথ পাঠ শেখ রুনা, প্রান্তিক জনগেষ্ঠির জীবনমান উন্নয়নে যুবদের করণী বিষয়ে বক্তব্য দেন জিয়ানা মাদ্রাজি।
এই উৎসব বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর বাস্তবায়নে এবং জেলা প্রশাসন মৌলভীবাজার এর তত্তাবধানে এবং সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ