গোয়াইনঘাটের নতুন প্রজন্মদের আধুনিক শিক্ষায়  শিক্ষিত করতে হবে – হেলাল উদ্দিন আহমেদ

প্রকাশিত:শুক্রবার, ০৭ ফেব্রু ২০২৫ ০৬:০২

গোয়াইনঘাটের নতুন প্রজন্মদের আধুনিক শিক্ষায়  শিক্ষিত করতে হবে – হেলাল উদ্দিন আহমেদ

সুরমাভিউ:-  গোয়াইনঘাট, জৈন্তা ও কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের নেতা সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, গোয়াইনঘাটের নতুন প্রজন্মদের আধুনিক শিক্ষায়  শিক্ষিত করতে হবে। এখন শিক্ষার যুগ, জ্ঞান বিজ্ঞানের  যুগ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে হলে সুশিক্ষা ও আধুনিক শিক্ষার বিকল্প নেই। সিলেটের ঐতহ্যবাহী জনপদ গোয়াইনঘাট শিক্ষা দিক্ষায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে। স্বৈরাচার আমলের ভুল শিক্ষানীতি এবং দুর্নীতি লুটপাটের কারণে এমনটি হয়েছে। আমরা সবাই একযোগে কাজ করলে গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও উন্নত হবে।

বৃহস্পতিবার ঐতিহ্যবাহী পিয়াইনগুল হাজী কলিমুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া,  গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদল এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ