যুক্তরাজ্য বিএনপি নেতা জুয়েল আহমদ স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ ফেব্রু ২০২৫ ০১:০২

যুক্তরাজ্য বিএনপি নেতা জুয়েল আহমদ স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সেন্ট্রাল লন্ডন বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল আহমদ স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়।

(০৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে ০৯ ঘটিকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন – মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সহ সভাপতি মুকিদ আহমদ, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম.এ নিশাত, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাসহ মৌলভীবাজার জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবকদল, জেলা ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন যুক্তরাজ্য বিএনপি নেতা জুয়েল আহমদকে।

জুয়েল আহমদ বলেন – বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ম্যাসেজ হচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র পূর্ণ সহযোগিতা করে যাবে ও বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ