১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৫ ফেব্রু ২০২৫ ০৩:০২
যুক্তরাজ্যে অবস্থিত দিরাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাসেক্স এর বার্ষিক সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার সাসেক্স এর লানছিং শহরে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ টিপু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল কাইয়ুম মিয়া,সংগঠনের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি আমির উদ্দিন,সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মিলিক মিয়া চৌধুরী,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুহিব মিয়া,সংগঠনের সাবেক সহ সভাপতি জুনেদ আহমদ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রয়েল মিয়া,বতর্মান কমিটির সহ সভাপতি জনাব সুহেল মিয়া চৌধুরী,কোষাধ্যক্ষ মোঃ হারুন মিয়া,সংগঠনের সদস্য রেজাউল করিম খাঁন,শেখ বদরুল,আল-আমিন,নজরুল চৌধুরী,টিটু মিয়া,শাওন মিয়া,হীরা মিয়া ও ফয়ছল মিয়া চৌধুরী সহ প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের স্বার্থে একে অন্যের সাথে অতীতের ন্যায় সব সময় বিপদে/আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এবং বর্তমান কমিটির মেয়াদ সর্বসম্মতিক্রমে আরো ১ বছরের জন্য বৃদ্ধি করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন আগামী ঈদে ঈদ পূর্ণমিলনী করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত আলোচনা সভায় মজাদার খাবার পরিবেশন করানোর জন্য নাইমা টেকওয়ের স্বত্বাধিকারী সুহেল মিয়া চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।পরিশেষে আব্দুল কাইয়ুম মিয়ার দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Helpline - +88 01719305766