বিএনপি নেতা তারেক কালামের মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের শোক

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ ফেব্রু ২০২৫ ০৯:০২

বিএনপি নেতা তারেক কালামের মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের শোক

সুরমাভিউ:-  সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালামের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তাঁর মৃত্যুতে সিলেটের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। এ কে এম তারেক কালাম জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ও নেতা হিসেবে অত্যন্ত সততা, দৃঢ়তা ও সাহসের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশবিরোধী ও স্বৈরাচারী শক্তির সাথে আপোষ করেন নি। তার অসাধারণ নেতৃত্বগুণ সিলেটের বিএনপিকে গতিশীল করেছিল। তার এই অকালপ্রয়াণ সিলেটবাসী তথা সিলেট বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়। দলের প্রতি তার অবিচল নিষ্ঠা এবং সততার দৃষ্টান্ত সিলেট বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ এ কে এম তারেক কালামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সববেদনা জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ