২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৪ ফেব্রু ২০২৫ ১১:০২
সুরমাভিউ:- বাঙালী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে সিলেট নগরীর পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তিনি সপরিবারে সিলেট নগরীর মির্জাজাঙ্গালের মণিপুরী রাজবাড়ি লোকনাথ মন্দিরে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত পূজামন্ডপসহ নগীর বিভিন্ন পূাজমন্ডপ পরিদর্শন করেন এবং আগত পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, সিলেট একটি ধর্মীয় সম্প্রীতির নগরী। যুগ যুগ ধরে সকল সম্প্রদায়ের মানুষ এখানে সুন্দরভাবে সহাবস্থান করে আসছে। আমি বিশ্বাস করি, পারস্পরিক এ সম্প্রীতি সামনের দিনগুলোতে আরো সুদৃঢ় হবে। দেবী সরস্বতী সত্য, ন্যায়, জ্ঞান, বিদ্যা, বাণী ও সুরের প্রতীক। আমি হিন্দু সম্প্রদায়ের সকলকে দেবী সরস্বতীর পূজার্চনা উপলক্ষে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের করার আহবান জানাচ্ছি।
এ সময় সপরিবারে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, স্বরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি শেখর দেবনাথ, সাধারণ সম্পাদক গৌতম রায়, উপদেষ্টা চন্দন কুমার দাশ, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ দেব, সাবেক সভাপতি ভানুজয় দাশ, সাবেক সভাপতি আংশুমান ভট্টাচার্য রাকু, সাবেক সাধারণ সম্পাদক বিন্দু মজুমদার ও জয়দেব বিশ্বাসসহ সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766