মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ০২ ফেব্রু ২০২৫ ১০:০২

মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ফেব্রুয়ারি)  বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবের  হলরুমে দৈনিক সংগ্রামের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল হাই ইদ্রিছী’র সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, কমলগঞ্জ প্রেসক্লাব  আহবায়ক এম এ ওয়াহীদ রুলু। বক্তব্য রাখেন ভানুগাছ বাজার বণিক কল্যাণ সমিতিব সহসভাপতি কাজী মামুনুর রশীদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি এস কে দাশ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি  সৈয়দ সায়েদ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাব্বির এলাহী, দৈনিক এশিয়া বাণী প্রতিনিধি জালাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম প্রতিনিধির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন দৈনিক সংগ্রাম যে আদর্শ ও নীতি নিয়ে প্রকাশনার যাত্রা শুরু করেছিল  শত বাধা বিপত্তি  সত্ত্বেও গত ৫০ বছরে সে আদর্শ ও নীতি থেকে একটুও বিচ্যুত হয়নি। তারা পত্রিকার বহুল প্রচার ও সফলতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ