ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশপ্রেমিক শিক্ষকগণ গুরুত্বপূর্ণ অংশীদার – অধ্যাপক মুজিবুর রহমান

প্রকাশিত:শনিবার, ০১ ফেব্রু ২০২৫ ১০:০২

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশপ্রেমিক শিক্ষকগণ গুরুত্বপূর্ণ অংশীদার – অধ্যাপক মুজিবুর রহমান

সুরমাভিউ:-  আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক এম পি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশপ্রেমিক শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। জাতি তাদেরকে আজীবন স্মরণ রাখবে। শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। তাই তাদেরকে নৈতিকতার সর্বোচ্চ শিখরে অবস্থান করতে হবে। শিক্ষার্থীদের মাঝে সততা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। শুধু ভালো ফলাফলের দিকে দৃষ্টি সীমাবদ্ধ না রেখে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার উপর জোর দিতে হবে। তাহলে আমরা একটি সৎ, দক্ষ, আদর্শবান তরুণ প্রজন্ম উপহার পাবো।

তিনি বলেন, আমরা শান্তি চাই, আর এই শান্তি খুজঁতে গিয়ে নিজেরা নিজেদের মতো শিক্ষা ব্যবস্থা তৈরী করেছি। কিন্ত সে শিক্ষা ব্যবস্থা আমাদের শান্তি দিতে পারেনি। নৈতিক তথা ধর্মীয় শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে মানবিক মানুষ তৈরী করতে হবে। এ জন্য শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে। আপনারা আপনাদের সন্তানকে ছাত্রকে নৈতিকতার শিক্ষা দিবেন। সকলে মিলে একসাথে এগিয়ে গেলে নৈতিক সমাজ তৈরী হবে।

তিনি শুক্রবার (৩১ জানুয়ারী) আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের মহানগর সভাপতি প্রফেসর ড. মাহবুব-ই-ইলাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে দারসুল কুরআন পেশ করেন ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেডারেশনের মহানগর উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা উপদেষ্টা প্রফেসর আব্দুল হান্নান, ফেডারেশনের জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ হাসমত উল্লাহ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোঃ মোহন মিয়া, শাহজালাল বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ রিজাউল ইসলাম, এমসি কলেজের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুল আলম, কলেজ শিক্ষক পরিষদ সিলেটের সভাপতি প্রফেসর আকবর হোসেন, মাদ্রাসা শিক্ষক পরিষদ সিলেটের সেক্রেটারী ড. মাওলানা এএইচএম সোলায়মান ও সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের আবু নাসের সুফিয়ান আহমদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ