১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৮ জানু ২০২৫ ০৯:০১
কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা ( লোকো মাস্টার, গার্ড, টিটিই)। বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন। ফলে সোমবার দিনগত মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
রেলের আন্দোলনরত কর্মীরা জানান, চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫ শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা।
কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘণ্টার কয়েকগুন বেশি ডিউটি করতে হয়।
এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা ২০২১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকেই আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন রেলের রানিং স্টাফরা।
এর আগেও ওভার টাইম ডিউটি না করা, রেলভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছেন রেলকর্মীরা। তবে বারবার মিটিংয়ের পরও কোনো সুরাহা হয়নি।
সর্বশেষ চলতি মাসের শুরুতে ২৮ তারিখের মধ্যে দাবি না মানা হলে রেল ধর্মঘটের ডাক দেয় রানিং স্টাফ ঐক্য পরিষদ। এখনো কোনো সমাধান না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে গেছেন রানিং স্টাফরা। এতে বন্ধ হয়ে গেছে সারাদেশের রেল যোগাযোগ।
Helpline - +88 01719305766