২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৮ জানু ২০২৫ ০৫:০১
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের জুড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাচালান ও মানব পাচারকারী এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে বিজিবি-৫২ ব্যাটালিয়ানের অধীন উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমদের বাড়ী থেকে অনুপ্রবেশকারী, চোরাচালান ও মানব পাচারকারী ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।
বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়ানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক কোনাগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে মোঃ রাজু আহমদের (২৫) বাড়ীতে একজন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করে লুকিয়ে আছে এমন খবর পেয়ে ফুলতলা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত রাজু আহমদের বাড়ীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে ভারতীয় নাগরিক মোঃ রাহুল উদ্দিনকে (২১) আটক করে। সে ভারতের ত্রিপুরা জেলার ধর্মনগর থানার ভাগ্যপুর (পাঁচ নাম্বার) গ্রামের গয়েস মিয়ার পুত্র। আটককৃত রাজু সীমান্তে চোরাচালান ও মানব পাচারকারী দলের অন্যতম সদস্য। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ীর মালিক বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়। গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় ভারত হতে পাচারকৃত চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে আটককৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য জুড়ী থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
এ বিষয়ে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে থানায় মামলা করা হচ্ছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766