মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ২৭ জানু ২০২৫ ০৮:০১

মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  ‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে মৌলভীবাজারে  র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। লেপ্রা বাংলাদেশ ও হীড বাংলাদেশ দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করে সিভিল সার্জন, মৌলভীবাজার।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) সকালে মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের ইপি আই ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মামুনুর রহমান এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মরাদে আলম, ডাঃ রবিউল সানি সদর প্রোগ্রাম অর্গানাইজার মো. আব্দুর রব জাকারিয়া, দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিনিধি সুস্মীতা দাশ, লেপ্রা বাংলাদেশ এর মৌলভীবাজার প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, হীড বাংলাদেশ এর পরেশ চন্দ্র দেবনাথ।
বক্তারা বলেন, কুষ্ঠ একটি প্রাচীনতম রোগ। এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। তারা বলেন, এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ