২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৪ জানু ২০২৫ ০৮:০১
সুরমাভিউ:- তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সিলেট সদর উপজেলা পরিষয়ের আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিলেট সদর উপজেলা পরিষদের শাহীঈদগাহ (প্রস্তাবিত মিনি স্টেডিয়াম) দিনব্যাপী ফুটবল খেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্ট জাতীয় সংগীত ও বেলুন উড্ডয়নের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন সিলেট সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিজ খোশনূর রুবাইয়াৎ।
খেলায় সদর উপজেলার সাতটি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় টুকেরবাজার ইউনিয়ন রিজার্ভে সেমি ফাইনালে পৌছে যাওয়ায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ট্রাইবেকারে জালালাবাদ ইউনিয়নকে হারিয়ে কান্দিগাঁও ইউনিয়ন সেমি ফাইনালে পৌছায়।
২য় ম্যাচে মোগলগাঁও ইউনিয়নকে হারিয়ে খাদিমনগর ইউনিয়ন সেমি ফাইনালে পৌছায়। ৩য় ম্যাচে হাটখোলা ইউনিয়নকে পরাজিত করে খাদিমপাড়া ইউনিয়ন সেমিফাইনালে পৌছায়। ১ম সেমিফাইনালে টুকেরবাজার ইউনিয়নকে হারিয়ে খাদিমপাড়া ইউনিয়ন ফাইনালে পৌছায়।
অন্যদিকে খাদিমনগর ইউনিয়ন দল কান্দিগাঁও ইউনিয়নকে হারিয়ে ফাইনালে পৌছায়। ফাইনাল ম্যাচে ১-০ ব্যবধানে খাদিমপাড়া ইউনিয়ন বিজয়ী হয়।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি মিজ খোশনূর রুবাইয়াৎ, উপজেলা নির্বাহী অফিসার, সিলেট সদর, সিলেট সর্বোচ্চ গোল দাতা, ম্যাচসেরা খেলোয়াড়, রানার্স আপ দল ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
উক্ত খেলা পরিচালনা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), সদর উপজেলা বিএনপি সভাপতি, খাদিমপাড়া ইউনিয়ন, কান্দিগাঁও ইউনিয়ন, টুকেরবাজার ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ছাত্র প্রতিনিধি, তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766