সিলেটবাসীর সঙ্গে বিমান কর্তৃপক্ষ বৈষম্য করছে

প্রকাশিত:বুধবার, ২২ জানু ২০২৫ ০৫:০১

সিলেটবাসীর সঙ্গে বিমান কর্তৃপক্ষ বৈষম্য করছে

সুরমাভিউ:-  সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ করা হলে সিলেট থেকে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারন করেছেন সুধীজনরা। মঙ্গলবার রাতে নগরের দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে ইউকে এনআরবি সোসাইটির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তারা এ হুশিয়ারি দেন। এ সময় তারা বলেন- সিলেটের যাত্রীরা আগ্রহভরে বিমান এয়ারলাইন্সে যাতায়াত করেন। এ কারনে সিলেট থেকে সিংহভাগ ব্যবসা করে বিমান। অথচ সিলেটবাসী বার বারই বিমানের বৈষম্যের শিকার হচ্ছেন। এটা সিলেটবাসীর সঙ্গে বিমান কর্তৃপক্ষের দৃষ্টতা বলে উল্লেখ করেন তারা।

বক্তারা বলেন- সিলেট-ম্যানচেষ্টার, সিলেট-হিথ্রো, সিলেট-দুবাই, সিলেট-জেদ্দা, সিলেট-কাতার রুট সব সময়ই লাভজনক। ব্যবসার দিক থেকে বিমান আর কোনো রুটে এতো যাত্রী পায় না। অথচ সিলেটকে নিয়ে নাটকীয়তা করা হচ্ছে। বক্তারা হুশিয়ারি উচ্চারন করে বলেন- সিলেটকে নিয়ে বিমানের এই কর্মকাণ্ড সহ্য করা মতো নয়। অভিলম্বে বিমান কর্তৃপক্ষ সিলেট-মানচেষ্টার রুটে ফ্লাইট চালুর সিদ্বান্ত বিমান কর্তৃপক্ষের তরফ থেকে না জানালে সিলেট থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি জানান তারা।

অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’ চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন- সিলেট-মানচেস্টার রুটে ফ্লাইট বন্ধের পায়তারা রহস্যজনক। এটি কোনো ভাবে মেনে নেওয়া যায় না। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে প্রবাসীদের অবদান রয়েছে। তাদের পাঠানো রেমিটেন্সে আমাদের হৃষ্টপুষ্ট থাকে আমাদের অর্থনীতি। অথচ প্রবাসীদের সঙ্গে বার বার বৈষম্য করা হচ্ছে। এজন্য তিনি সিলেটের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দকে প্লাটফর্ম গড়ে তোলে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার তাগিদ দেন।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জানিয়েছেন- যদি বিমানের সিলেট-ম্যানচেস্টার রুট বন্ধ হয় তাহলে নর্থ ইংল্যাণ্ডের প্রায় ৩ লাখ সিলেটি প্রবাসী দুর্ভোগে পড়বেন। হিথ্রো এয়ারপোর্ট ব্যবহারকারী বিমান প্যাসেঞ্জাররা টিকিট পান না। সে রুট ব্যবহার করতে গেলে নর্থ ইংল্যাণ্ডের প্রবাসীরা দুর্ভোগে পড়বেন। এ বিষয়টি নিয়ে তিনি বিমানের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন বলে সিলেটের সুধীজনদের আশ্বস্থ করেন। যদি বিমান চেয়ারম্যানের কাছে আশ্বাস না মিলে তাহলে সরকারের উর্ধ্বতনদের কাছে এ দাবি তোলা হবে বলে জানান তিনি।

অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউকে এনআরবি সোসাইটির পরিচালক ও প্রবাসী কমিউনিটি নেতা মো. জামাল উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মো. মুনতাসির আলী, হবিগঞ্জের সাবেক এমপি শেখ সুজাত আলী, সিলেট নগর বিএনপি’র সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতে ইসলামীর আমী মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপি’র সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ, ব্যবসা নেতা ও যাত্রীক ট্রাভেলসের সত্বাধিকারী আব্দুল জব্বার জলিল, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, গণদাবি পরিষদের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, প্রবাস বাংলা টিভি’র সিও ও ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম আহমদ জুনেদ, নর্থ ইংল্যান্ডের বার্লিং এলাকার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আব্দুল মালেক, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, জেপিকেপির সভাপতি এডভোকেট আব্দুর রহমান, দুর্নীতিমুক্ত ফোরাম বাংলাদেশের সাধারন সম্পাদক মকসুদ হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর শামসুল ইসলাম, জৈন্তাপুরের বৃহত্তর ১৭ পরগনার সভাপতি আবু জাফর আব্দুল মাওলা চৌধুরী প্রমুখ।

এছাড়া সিলেটের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ