ধল উন্নয়ন সংসদ সিলেটের ‘পিকনিক-২০২৫’ শুক্রবার

প্রকাশিত:বুধবার, ২২ জানু ২০২৫ ০৫:০১

ধল উন্নয়ন সংসদ সিলেটের ‘পিকনিক-২০২৫’ শুক্রবার

সুরমাভিউ:-  ধল উন্নয়ন সংসদ সিলেটের উদ্যোগে আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) ‘পিকনিক-২০২৫’ হবিগঞ্জ চুনারুঘাট সাতছড়ি উদ্যানের লক্ষে যাত্রা করবেন। গতকাল অস্থায়ী কার্যালয় জিন্দাবাজার রাজাম্যানশন-৪৪ অফিসে ধল সংসদ সিলেটের পিকনিক-২০২৫ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি খালেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য শ্রী অমর দাশ বকু, সাবেক সহ-সভাপতি, এপিপি অ্যাডভোকেট মির্জা হোসাইন, সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য লোহানী আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, সংঠনের সাংগঠনিক সম্পাদক আলী আক্তার, কোষাধ্যক্ষ জাবেদ আহমেদ, সদস্য আদিল আহমদ।

চুনারুঘাট সাতছড়ি উদ্যান প্রাঙ্গণে ধল উন্নয়ন সংসদ সিলেটের ১২তম বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তাগণ বলেন, ধল উন্নয়ন সংসদ সিলেট একটি বৃহত্তর ও শক্তিশালী সংগঠন। এর বিকল্প নেই।

সংগঠনের সভাপতি মো. খালেদ মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ