২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ জানু ২০২৫ ০৯:০১
সুরমাভিউ:- তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত স্কলার্সহোম মেজরটিলা কলেজ। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই শ্লোগানে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সপ্তাহব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫। বুধবার (১৫ জানুয়ারি) প্রতিযোগিতার সমাপনী দিনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
ফাইনাল প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মো. ফয়জুল হক।
তিনি প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহায়তা করবে।”
ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি পরিচালনা করেন, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদারের নেতৃত্বে গঠিত স্পোর্টস উদযাপন কমিটির সদস্যবৃন্দ। তাদের নিবিড় সমন্বয়ে পুরো আয়োজনটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
এই ধরনের আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিযোগিতার মনোভাব এবং দলগত চেতনা আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন আয়োজক কমিটির সদস্যরা। এছাড়াও কো-কারিকুলার অ্যাকটিভিটিস আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনের শুরুতে কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ হক। পরে বিজয়ী শিক্ষার্থীদেরকে গ্রুপ ভিত্তিক পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766