২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ জানু ২০২৫ ০৮:০১
সুরমাভিউ:- সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরই জাতীয় নির্বাচন দিতে হবে। কারন আওয়ামী বাকশালী শাসনামলে মানুষ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারছে না। তিনি আরো বলেন, কৃষকদল কৃষকদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশের কৃষি ব্যবস্থা উন্নত করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষকদল সবসময়ই দৃঢ় প্রতিজ্ঞ। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
সিলেট মহানগর ১২ নং ওয়ার্ড কৃষকদল আঞ্চলিক কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বুধবার (১৫ জানুয়ারি) নগরীর কুয়ারপাড়া সিটি আবাসিক এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
১২ নং ওয়ার্ড কৃষকদলের আহবায়ক শামীম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাব্বির আহমদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক ও ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিম আহমদ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাশেদ আহমদ। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ১২ নং ওয়ার্ড কৃষকদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনে আসাদ আহমদকে সভাপতি ও মিন্টু মিয়াকে সাধারণ সম্পাদক ও মোয়াজ্জিম আলীকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট মহানগর ১২ নং ওয়ার্ড কৃষকদলের ৩১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি মো. অহিদুল মিয়া ও আবু সাহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. সাফিক মিয়া ও মো. আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাসেম ভূঁইয়া, অর্থ সম্পাদক মো. হাবিজ মিয়া, সহ-অর্থ সম্পাদক মো. মোবারক আলী, প্রচার সম্পাদক মো. লিটন, সহ-প্রচার সম্পাদক মো. তোফায়েল ইসলাম ও মো. কাওসার মিয়া, দপ্তর বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান অপু, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মো. লায়েস মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মতিন আহমদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. তসলিম মিয়া, প্রকাশনা সম্পাদক মো. হোসেন ভূঁইয়া, সহ-প্রকাশনা সম্পাদক মো. আতাবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুমন ভূঁইয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. কাদিরুল আহমদ, সিনিয়র সদস্য মো. মোক্তার হোসেন, সদস্য মো. আব্দুল কাইয়ুম, মো. শামীন, মো. নাহিদ ভূঁইয়া, মো. সিরাজুল ইসলাম, মো. শাকিল মিয়া, মো. ফায়েল মিয়া, মোঃ আর্জেন মিয়া, মো. তারা মিয়া ও মো. সাজিদুল ইসলাম।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766