কুরআন-সুন্নাহ’র নিরবিচ্ছিন্ন অনুসরণ সমাজে কল্যাণ ও শান্তি নিয়ে আসবে

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ জানু ২০২৫ ০৮:০১

কুরআন-সুন্নাহ’র নিরবিচ্ছিন্ন অনুসরণ সমাজে কল্যাণ ও শান্তি নিয়ে আসবে

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের হাজী সৈয়দ তবারক আলী গং ওয়াকফ এস্টেট এর পশ্চিম ধরাধরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের মোতাওয়াল্লী সাবেক সিনিয়র যুগ্ম সচিব সৈয়দ মাহবুব ই-জামিল ও সহকারী মোতাওয়াল্লী হাজী শফিক মিয়া।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খ্যাতিমান মুফাসসীরে কোরআন, শায়খুল হাদীস মুফতি আব্দুল বাতেন কাসেমী, ঢাকা। প্রধান বক্তার বক্তব্য রাখেন এ.ইউ.ভি ইউনির্ভারসিটি’র সহযোগী অধ্যাপক ও উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. শায়েখ রফিকুল ইসলাম আল-মাদানী। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া ফারুকিয়া বাগবাড়ী সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী, মাওলানা মিছবাহ উদ্দিন আহমদ হবিগঞ্জী, পশ্চিম ধরাধরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমাদ উদ্দিন রব্বানী।

মাহফিলে বক্তারা বলেন, কুরআন ও সুন্নাহ-এর নিরবিচ্ছিন্ন অনুসরণ সমাজে কল্যাণ ও শান্তি নিয়ে আসবে। যুগে যুগে নবী রাসুলরা মানুষকে আল্লাহর পথে ডাকার কাজ করেছেন। আমাদেরও দ্বীনি দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। যারা আল্লাহর পথে চলে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়না। বক্তারা আরো বলেন, মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সমাজ থেকে অন্যায় ও অবিচার দূরীকরণে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মাওলানা ছাব্বির আহমদ এবং হাফিজ মায়মুল ইসলামের যৌথ পরিচালনায় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী মো. মোস্তাক আহমদ, রোটারিয়ান রাসেল মাহবুব, ৩নং তেতলি ইউনিয়নের চেয়ারম্যান ওলিউর রহমান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সেবুল হোসেন বাদশাহ, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ ইফতেখার হোসেন, মসজিদ কমিটির সদস্য সৈয়দ আসরাফুল ইসলাম জালাল, লুতফুর রহমান কালাসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার মুরব্বি ও যুবসমাজ।

এ সংক্রান্ত আরও সংবাদ