সুরমাভিউ:- ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি উদ্যোগে গত ১৩ জানুয়ারি-২০২৫ইং, সোমবার বিকেলে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক এক মতবিনিময় সভা যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর হলরুমে অনুষ্ঠিত হয়।
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উপদেষ্টা আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক জি এম ফারুক বলেন, তরুণরাই পৃথিবীর প্রাণ প্রচলিত প্রবাদ ‘তারুণ্যই শক্তি’ অর্থাৎ তরুণরাই পৃথিবীর প্রাণ। পৃথিবীকে পরিবর্তন করতে তরুণদের ভূমিকা অতুলনীয়। পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষই তরুণ। সম্প্রতি বাংলাদেশের তরুণরা রাজপথে নেমেছে সব ধরনের বৈষম্যকে রুখে দিতে, যা খুবই প্রশংসনীয়। ওই সংগ্রামে প্রাণ যাওয়া কয়েক শ তাজা প্রাণের মধ্যে অধিকাংশই তরুণা। নিশ্চিত মৃত্যু জেনেও প্রাণনাশক অস্ত্র, গোলাবারুদ কিংবা টিয়ার গ্যাসকে আলিঙ্গন করেছিল এ-ই তরুণরা, তবুও মাথা নত করেনি কোনো অপশক্তির কাছে। হ্যাঁ, এরাই তরুণ যাদের আছে বুকভরা অদম্য মনোবল। একটি আদর্শিক এবং পরিকল্পিত বাংলাদেশই হোক আমাদের নতুন বাংলাদেশ।পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা। যার কোনো বিকল্প নেই। যদি তরুণদের ছোট থেকেই মূল্যবোধ, নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাই, তাহলে ভালো-মন্দের তফাতটা ছোট থেকেই তাদের মাঝে গড়ে উঠবে। আর সেটা তরুণ প্রজন্ম দেশের সেবায় কাজে লাগাবে। দেশের ক্ষতি মানে নিজেদের ক্ষতি। একটি সুন্দর দেশ গঠনের জন্য আমাদের দেশের সব দুর্বল দিকগুলোকে সবল করতে হবে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, কলমযোদ্বা, সাংবাদিক লিয়াকত আলী খান, প্রশিক্ষিত যুব সংসদ প্রযুস সাবেক সভাপতি জাতীয় পুরস্কার প্রাপ্ত এম এ নাসির সুজা, জামাল খান, সিলেট ওমেনস চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি এর সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালক সিদ্দিকুর রহমান, নুরানি টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত শাহিদা বেগম, সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির, সিলেট ইয়াং স্টার ইয়ুথ সোসাইটির সভাপতি জুনায়েদ আহমদ, সাধারণ সম্পাদক আলী আহসান হাবিব, দেশ যুব সংগঠন এর সহ সভাপতি সীমা রানী বিস্বাস,জালালাবাদ আদর্শ সংঘ সাধারণ সম্পাদক এমদাদুর রহমান, কবি পাপিয়া আহমেদ লিপি,আশার আলো সংস্থার সভাপতি মাহফুজ আহমেদ, সুরমা যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ডা,মাহমুদুল হাসান শাকিল, হিজরা যুব কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মুক্তা হিজরা।
অনুষ্ঠানে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সরকারের লক্ষ উদ্দেশ্য বাস্তবায়নে ইনসাফ সোসাইটির মতো সকল যদি এগিয়ে আসতে হবে সরকারের যথাযথ কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় তাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করতে হবে। বিজ্ঞপ্তি