২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১২ জানু ২০২৫ ০৯:০১
সুনামগঞ্জ প্রতিনিধি:- মহান ১০ মাঘ গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র উরস শরিফ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুরস্থ বাংলাবাজারে স্বেচ্ছাসেবী সংগঠন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত সংগঠনের সভাপতি জনাব মুহাম্মদ আজাদ হোসাইন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ৭ নং লক্ষীপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ও তাদের অঙ্গসংগঠন সমূহ সমগ্র বাংলাদেশে যে পরিমাণ মানবিক কাজ করে যাচ্ছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। চিকিৎসা খাতে এই অঞ্চলে যথেষ্ট ভূমিকা রেখে চলছে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটি তারই একটা অংশ। আমি আশাকরি দেশের সকল ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনগুলো মানবিক কাজ করে গেলে এই দেশ হবে সোনার বাংলাদেশ।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিদর্শন করেন ৭ নং লক্ষীপর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ বিমান বাহিনী ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জাকির হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য গোলাম হোসেন।
বক্তারা উদ্বোধন অনুষ্ঠানে বলেন মফস্বল অঞ্চলে এই ধরণের মানবিক উদ্যোগ মানু্ষের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করে, রক্তের প্রয়োজনীয়তা বিপদে পড়লে বুঝা যায়। ফ্রি ক্যাম্পেইনের জন্য সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন এবং মানবিক কাজে আরোও এগিয়ে আসার জন্য পরামর্শ দেন। আল্লাহর অলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মানবিক কার্যক্রমের উদাহরণ উপস্থাপিত হয়।
দিনবাপী এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ব্লাড গ্রুপিং নির্ণয় করেন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ব্লাড ডোনার্স গ্রুপের স্বেচ্ছা সেবক মোহাম্মদ আব্দুল জলিল (ডিএমএফ), নজরুল ইসলাম তারেক (নার্সিং স্টুডেন্ট), পারভীন বেগম, মিজানুর রহমান রুহেল, বসুরাম দাস, মোঃ মনির হোসেন, মোঃ আজাদ, জুনায়েদ, নাইম,শাখাওয়াত,রুহিত দাস, ফয়সাল, জাবেদ, জুয়েল আহমেদ রানা, বিল্লাল, সুফিয়ান, কাউসার, আল-অমিনসহ আরো অনেকে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766