কানাইঘাটে জুলাই নয়ামাটি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ জানু ২০২৫ ১০:০১

কানাইঘাটে জুলাই নয়ামাটি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

সুরমাভিউ:-  সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, খেলাধুলায় শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহ-মনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কমর্কাণ্ডে যুক্ত করতে হবে।

তিনি ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে জুলাই নয়ামাটি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উদ্দ্যোগে ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

ক্রীড়ানুরাগী আতাউর রহমানের সভাপতিত্বে ও তুহেল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, খেলাধুলা শরীর গঠন ও মনকে সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুব ও তরুণ সমাজের অবক্ষয় রোধে পর্যাপ্ত খেলাধুলা ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৪নং সাতবাক ইউনিয়ন বিএনপির সভাপতি ফখর উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  হারুন চৌধুরী, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, হাফিজ আহমদ সুজন, ছাত্রদল নেতা নোমান আহমদ নোমান, ফয়সাল আহমদ, খালেদ আহমদ, আলমগীর আহমদ, আব্দুর রাহমান  প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ