তেল জাতীয় ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়ে সভা

প্রকাশিত:সোমবার, ০৬ জানু ২০২৫ ০৯:০১

তেল জাতীয় ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়ে সভা

স্টাফ রিপোর্টার:-  তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ কাজী মুজিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক, সিলেট অঞ্চলের মনিটরিং অফিসার মোঃ ফারুক হোসেন,সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন,আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ পর্যায়ে সম্প্রসারণ করতে হবে। কৃষিখাতের চ্যালেঞ্জ ও প্রতিকূলতাকে জয় করে তেল জাতীয় খাদ্য উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ও কৃষকদের জোরদার ভূমিকা পালন করার জরুরী। অধুনিক পদ্ধতি ব্যবহার করে আদা চাষে কৃষকরা লাভজনক হতে পারে। এতে অল্প আয় ও স্বল্প জায়গা কৃষকরা এটি স্বাচ্ছন্দে করতে পারবেন।

কৃষিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ