হবিগঞ্জে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত:রবিবার, ০৫ জানু ২০২৫ ০৯:০১

হবিগঞ্জে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুরে বিরোধপুর্ন এক জমিতে গাছ কাঠার সময় গাছ চাপায় এক বৃদ্ধার নিহতের ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধার নাম ওহেদা বানু (৬০) উপজেলার চৌমুহনী ইউপি শিবনগর গ্রামের খোরশেদ আলীর স্ত্রী।

জানা যায়, রবিবার (৫ জানুয়ারি) স্থানীয় আশ্রব আলী ও রমজান আলীর মধ্যে মালিকানা দ্বন্দ্ব থাকা সত্ত্বেও একটি বিরোধপূর্ণ জমিতে কাঠুরিয়ারা গাছ কাটে। ওই বৃদ্ধা কাঠ ও লাকড়ি সংগ্রহ করতে সেখানে গেলে অসতর্কতাবশত একটি আকাশমনী গাছের নিচে চাপা পড়ে যান। তাৎক্ষণিক রক্তাক্ত হয়ে ওই বৃদ্ধা মহিলা মারা যায়।মৃত্যুর সত্যতা মাধবপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাফিয়া বেগম জানান, এটা আমাদের মালিকানা জমি সেখানে অসতর্কতাবশত ওই বৃদ্ধা এসে দুর্ঘটনার শিকার হন।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লাশ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে। শোনা যাচ্ছে একজন অভিযোগ দায়ের করবে। করলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।