১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৪ জানু ২০২৫ ০৭:০১
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও বাসটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারের ১৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটি এম মাহমুদুল হক বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766