মৌলভীবাজারে হাজী ছিদ্দেক মিয়া আদর্শ কে,জি স্কুলের ২৫ তম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত:শনিবার, ০৪ জানু ২০২৫ ০৭:০১

মৌলভীবাজারে হাজী ছিদ্দেক মিয়া আদর্শ কে,জি স্কুলের ২৫ তম বর্ষপূর্তি উদযাপন

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়নের সুনামধন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত রাজা মিয়া’র প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ হাজী ছিদ্দেক মিয়া আদর্শ কে.জি স্কুলের ২৫ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট উন্মোচন করে আনন্দ র‌্যালী শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুপুর ১২ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রাক্তণ শিক্ষার্থী সাম্মু চৌধুরী ও হাফেজ জুবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক প্রিয়া রাণী এস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমান, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট সাইফুর রহমান, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ডাঃ এম রাকিবুল হাসান রাজিব, সদস্য সচিব কয়েছ মিয়া।

এ ছাড়া স্থানীয় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা- প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান প্রয়াত রাজা মিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে উনার হাতেগড়া স্কুলটির ভূয়সী প্রশংসা এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শেষে উপস্থিতত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান ও ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ড্র’র মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ