১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৮ ডিসে ২০২৪ ০৮:১২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ও উৎসবমূখর পরিবেশে মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর কুচাইথল (শিলুয়া) খাসিয়া পুঞ্জিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উত্তর কুচাইথল খাসিয়া পুঞ্জির যুবাদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইথল খাসিয়া পুঞ্জিতে অনুষ্ঠিত বড়দিন উদযাপন অনুষ্ঠানে উত্তর কুচাইথল খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) এসপারলেস পঃলং এর সভাপতিত্বে এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাইকেল নংরুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক পিংকু দাশ, জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ দাশ, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় দে আশু, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কান্তি রায়, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ধনঞ্জয় দে, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ছাত্র নেতা জুবের আহমদ প্রমুখ।
এ সময় ঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কার্যক্রমের (গ্রাউক) চেয়ারম্যান অশোক রঞ্জন পালের উদ্যোগে বড়দিনের উপহার হিসেবে ৩০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766