১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৮ ডিসে ২০২৪ ১০:১২
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুই জন নিহত হয়েছেন। তবে, জোবায়েরপন্থীরা দাবি করেছেন সংঘর্ষে তাদের তিন সমর্থক নিহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের আমিনুল ইসলাম বাচ্চু (৫৫) ও ঢাকার দক্ষিণখান থানার বেরাইধ গ্রামের আব্দুস সামাদের ছেলে বেলাল (৬০)।
তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘‘ভোররাতে সাদপন্থীরা অতর্কিতভাবে এ হামলা চালায়। এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’’
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘‘ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আমরা ২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। এ ঘটনায় আহত অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’’
Helpline - +88 01719305766