৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৭ ডিসে ২০২৪ ১০:১২
সুরমাভিউ:- বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপার্সন মো. সবুর হোসেনের পক্ষ থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের নিজ সিলাম এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। গরীব অসহায়দের মধ্যে হুইল চেয়ার, চাল, হাঁস ও ২ জন শিক্ষার্থীদের ১ বছরের স্কুলের বেতন এবং ২টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সিলাম ইউনিয়নের মেম্বার আহমদ আলীর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব এমদাদ হোসেন, সিলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন, জাহাঙ্গীর আলম, বালাগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক মুহিত তালুকদার, জালালপুরের সমাজ সেবক শাকিল আহমদ, মুহিবুর রহমান ইমন, কয়ছর আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী নাবিল আহমদ, মাসুদ আহমদ, সুহেল আহমদ, রিপন আহমদ, ইউসুফ আহমদ, রুবেল মিয়া প্রমুখ।
মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্নস্থানে ধারাবাহিকভাবে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও শীতার্থ মানুষের কথা চিন্তা করে এই তিন উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করবে ট্রাস্ট।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766