৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৭ ডিসে ২০২৪ ১০:১২
সুরমাভিউ:- মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে গত সোমবার (১৬ ডিসেম্বর) সিলেট আইএবি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মূল লক্ষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে দেশবাসী যখন দিশেহারা হয়ে পড়েছিল তখন দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ছাত্র-শ্রমিক জনতার ‘২৪ -এর বৈষম্য বিরোধী আন্দোলন ও অভ্যুত্থানে একটি কাঙ্খিত বিজয় এসেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলার আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে।
নগর সভাপতি মুফতি সাইদ আহমেদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, আলহাজ্ব হাফিজ মাওলানা আসআদ উদ্দীন, মাওলানা আব্বাস উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি জাকির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহাগর সভাপতি মকবুল হোসাইন, আব্দুল করিম, আব্দুল ওয়াহিদ, আমীর উদ্দিন, মাইনুদ্দিন, ওলিউর রাহমান ছাদিক, সারোয়ার আহমেদ, ছিদ্দিক আহমেদ, শ্রমিকনেতা সিদ্দিক প্রমুখ।-বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766