১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দেইনি: সোহেল তাজ

প্রকাশিত:শুক্রবার, ১৩ ডিসে ২০২৪ ০২:১২

১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দেইনি: সোহেল তাজ

সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ সক্রিয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। প্ল্যাটফর্মটিতে রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে নানা সময় নিজের মতামত জানিয়ে থাকেন তিনি। এবার একটি ভুয়া খবর নিয়ে ফেসবুক ভেরিফায়েড পেজে কথা বললেন এ রাজনীতিবিদ।

সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সোহেল তাজের বরাত দিয়ে একটি খবর ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছেন সোহেল তাজ। যা মিথ্যা ও অপপ্রচার বলে জানিয়েছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে ছড়িয়ে পড়া এ তথ্য ভুয়া বলে জানান সোহেল তাজ। তিনি ফেসবুকে লেখেন, ‘ফেক নিউজ। কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার উদ্ধৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে আমি ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি।’

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে আরও লেখেন, ‘এগুলো সব ফেক নিউজ। আমি আমার আগের অবস্থানেই আছি।’

প্রসঙ্গত, ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। তখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপর ২০০৮ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন। ২০০৯ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সোহেল তাজ।

এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। কিন্তু ওই সময় প্রক্রিয়াগত কারণে পদত্যাগপত্র গ্রহণ করা না হলেও একই বছরের ৭ জুলাই ফের পদত্যাগপত্র পেশ করেন। তখন পদত্যাগপত্র গ্রহণ করা হয় সোহেল তাজের।

এ সংক্রান্ত আরও সংবাদ