ছাতকের যুবলীগ নেতা কবীরকে গ্রেপ্তার করলো র‍্যাব

প্রকাশিত:শুক্রবার, ১৩ ডিসে ২০২৪ ০২:১২

ছাতকের যুবলীগ নেতা কবীরকে গ্রেপ্তার করলো র‍্যাব

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির মামলায় ছাতক উপজেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

গ্রেপ্তারকৃত হচ্ছেন, ছাতক উপজেলার আসাদনগর মির্জাপুর শামসুল হকের ছেলে নোয়ারাই ইউপি যুবলীগ সদস্য হুমায়ুন কবির ।

গতকাল সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল।

মশিউর রহমান সোহেল বলেন, পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।আসামি হুমায়ুন কবির এর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় দুইটি মামলা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ