১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ ডিসে ২০২৪ ১০:১২
সুরমাভিউ:- আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার নগরীর একটি মিলানায়তনে ইসলামী ছাত্রশিবির সিলেট অঞ্চল উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে, শাবিপ্রবির সভাপতি তারেক মনোয়ারের সঞ্চালনায় মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা:শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি এড. এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমীর মু.ফুখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য আমীরে জামায়াত ডা:শফিকুর রহমান বলেন, মেধাবীদের কে জাতির নেতৃত্বের জন্য গড়ে তুলতে হবে, রাষ্ট্র গঠনের জন্য মেধার মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, আল্লাহর নৈকট লাভের জন্য প্রত্যেকের ইবাদত-বন্দেগিতে আরো বেশি মনোনিবেশ করতে হবে। তিনি আরো বলেন, ছাত্রশিবিরের দিকে জাতি আশার সঞ্চার রেখে তাকিয়ে আছে, জাতির আশা-প্রত্যাশা পুরনে নিজেদের সুযোগ কে সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য তিনি নেতৃবৃন্দের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য এড. এহসানুল মাহবুব জুবায়ের, আমল- আখলাকের দিকে উন্নতির পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়ে বাংলাদেশ কে একটি সুখী সমৃদ্ধ গড়ার ভূমিকা রাখার জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান।
মতবিনিময়ে মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি আলম হোসাইন, সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস,হবিগঞ্জ জেলা সভাপতি রবিউল হাসান, সিলেট মহানগর সেক্রেটারি শাহীন আহমদ সহ অঞ্চলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766