১০ ডিসেম্বর সকাল থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার বিকেলে শেষ হয়।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ঘোষণা করেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা ।
সাইবার ক্রাইম তদন্ত বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন দেশের আলোচিত আইটি বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দিন।
তিন দিনব্যপী চলা এই প্রশিক্ষণ কর্মশালায় মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জ, এসআই, এএসআই, কনস্টেবলসহ ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।