১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১১ ডিসে ২০২৪ ১০:১২
সুনামগঞ্জ প্রতিনিধি:- বন্যা আশ্রয়কেন্দ্রের জন্য সুনামগঞ্জে সোলার ফ্লাড লাইট বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ব্রাকের উদ্যোগে বুধবার সকালে শহরের ওয়েজখালী ব্রাক রিজিওনাল অফিসের সম্মেলন কক্ষে ৭০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া এই সোলার লাইট তুলে দেন।
বন্যা মোকাবেলায় ব্রাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার কর্মসূচির উদ্যাগে জেলার ৪ উপজেলায় ৭০ টি বিদ্যালয়ে সোলার ফ্লাড লাইট বিতরণ করেছে। সুনামগঞ্জ সদরে ২০, দোয়ারাবাজার ১৫, তাহিরপুর ১৭ ও শাল্লায় ১৮ টি সোলার ফ্লাড লাইট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় বন্যা কবলিত
এলাকার আশ্রয়কেন্দ্রের জন্য পর্যাপ্ত আলো প্রস্তুত রাখা জরুরি।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ব্যবস্থাপক মো.ফরহাদ হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান ,ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো.ইউসুফ আলী, ব্রাকের জেলা সমন্বয়ক একে আজাদ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766