মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে মসজিদুল আঙ্গুরা’র শুভ উদ্বোধন

প্রকাশিত:বুধবার, ১১ ডিসে ২০২৪ ১১:১২

মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে মসজিদুল আঙ্গুরা’র শুভ উদ্বোধন
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় সদর উপজেলাধীন  গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে মসজিদুল আঙ্গুরা’র (বালিকা) শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ ডিসেম্বর বুধরার দুপুরে আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য  আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,দৈনিক ইত্তেফাক পত্রিকার মৌলভীবাজার  প্রতিনিধি  নজরুল ইসলাম মুহিব, পিটিআই সভাপতি আব্দুল মুহিত,আব্দুল মছব্বির নুনু,যুক্তরাজ্য প্রবাসী ছুরুক আলম,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, বদরুল ইসলাম রিপন,কমিটির সদস্য হাফিজ আল আমিন, সাবেক মেম্বার আলী আহমদ,আব্দুল জব্বার প্রমুখ।
প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে সাবেক ইউপি সদস্য ইতালী প্রবাসী মোস্তফা মিয়ার আর্থিক সহযোগিতায় মেয়েদের জন্য আলাদাভাবে নামাজ আদায় করার লক্ষ্যে উক্ত মসজিদটি নির্মাণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ