বাংলাদেশি পর্যটকদের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত ভারতের

প্রকাশিত:বুধবার, ১১ ডিসে ২০২৪ ১০:১২

বাংলাদেশি পর্যটকদের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত ভারতের

বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেলের রুম ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের হোটেলমালিকরা। নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন তারা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের ওপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকে ভারতের সঙ্গে। এই পরিস্থিতিতে শিলিগুড়ির হোটেল সংগঠন হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশিদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়।

তারা বলেছে, যতদিন না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আগের পর্যায় ফিরছে ততদিন শিলিগুড়ির কোনো হোটেলে বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না।

‘বিভিন্ন মহল থেকে আমাদের কাছে দাবি আসছিল। আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করি। এরপর হোয়াটসঅ্যাপে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয় বাংলাদেশিদের এই শহরের হোটেলে জায়গা দেওয়া হবে না।’

শিলিগুড়ির ৩০০টি হোটেল হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে এই সংগঠনের আওতায় রয়েছে। এই হোটেলগুলোতে মাসে গড়ে ২ হাজার বাংলাদেশি পর্যটক যান। কিন্তু অগস্টের পর থেকেই সংখ্যা কমতে কমতে ৩০০ থেকে ৪০০-তে দাঁড়িয়েছিল।