১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১০ ডিসে ২০২৪ ০৪:১২
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী এবং ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ।
৫ নভেম্বর দিবাগত রাতে ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসা থেকে উত্তরা উত্তর ও পূর্ব থানার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি শমী তখন তার এক আত্মীয়ের বাসায় ছিলেন।
পরে তাকে তিন দিনের রিমান্ড পাঠানো হয়। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠায় আদালত।
শমী কায়সারের বিরুদ্ধে হওয়া মামলা গত জুলাই-অগাস্ট মাসে হওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সাথে সম্পর্কিত। সেই আন্দোলন চলাকালে গত ১৮ই জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীর পেটে গুলি লাগে বলে অভিযোগ।
ওই ঘটনায় গত ২৯শে সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। মামলায় শমী কায়সার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766