১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১০ ডিসে ২০২৪ ০৭:১২
সুরমাভিউ:- সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এর আগেও তাকে একবার আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।
গত (০৪ আগস্ট) সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও সম্প্রতি তার পরিষদের এক ইউপি মেম্বারের উপর হামলার দুই মামলায় গ্রেফতার হয়েছেন রেজা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক। তিনি বলেন, দুই মামলায় ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করা হয়েছে। তিনি চার আগস্টে হামলার ইন্ধন ও উষ্কানিদাতা।
তিনি জানান, বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের আরেকটি অভিযোগ আছে। এর আগে একবার আটক করা হলেও শারিরীক অবস্থা বিবেচনায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766