১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১০ ডিসে ২০২৪ ০৭:১২
সুরমাভিউ:- মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নবগঠিত কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শুরুতেই কলেজের কলাভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। পরে কলেজ ক্যাম্পাসের পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়।
পরে কলাভবনের ১০৪ নং কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সহকারী অধ্যাপক জেবিন আক্তার।
মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের ডেপুটি লিডার-১ রাজিব হোসাইন এবং উৎকর্ষ টিমের লিডার সামিহা আক্তার তাহসিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াছির, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, ছাত্রশিবির সভাপতি এনামুল ইসলাম, মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের সাবেক দলনেতা রেজাউল করিম রাব্বী, বর্তমান লিডার ডালিম আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সুমেল চৌধুরী, হাবিবুর রশিদ জনি, পঙ্কজ গুণ, লুবনা বেগম, কুলসুমা আক্তার সাথী।
এসময় আরো উপস্থিত ছিলেন- কলেজের বিএনসিসি, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাঁদ, কবিতা পরিষদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766